Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

১। উপজেলা সংখ্যা: ০৫ (পাঁচ) টি

২। জনসংখ্যা ২০১৭ সনের পরিবার কল্যাণ সহকারীদের রেজিস্ট্রার অনুযায়ী: ১২,১২,০৭৪ জন।

৩।জেলা পরিসংখ্যান দপ্তরের ২০১১ সালের হিসাব অনুযায়ী: ১০,৪৯,৭৭৮ জন।

৪। মোট সক্ষম দম্পতিঃ ২,৩৮,১০৭ জন। (মে/২০২২)

৫। মোট পদ্ধতি গ্রহণকারী: ১,৮৬,৯৭০জন। (মে/২০২২)

৬। গ্রহণকারীর হার: ৭৮.৫২%  (মে/২০২২)

৭। জেলার মোট গর্ভবতীর সংখ্যা: ৮৪২৩ জন।  (মার্চ/২০২২)

৮। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমপ্লেক্স: ৪ (চার) টি

৯। মা ও শিশু কল্যাণ কেন্দ্র: ২ (দুই) টি।

১০। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র: ২৩ (তেইশ) টি

(পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক পরিচালিত)

১১। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র: ২০ (বিশ) টি

(স্বাস্থ্য বিভাগ কর্তৃক পরিচালিত)

১২। চালুকৃত কমিউনিটি ক্লিনিকের সংখ্যা: ১২৫ টি।